এসএমই ফাউন্ডেশন ও ইউএনডিপির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এসএমই ফাউন্ডেশন, ইউএনডিপি, জাতিসংঘ,
বুধবার এসএমই ফাউন্ডেশন ও এবং ইউএনডিপির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। তবে, নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

আজ বুধবার এসএমই ফাউন্ডেশন ও এবং ইউএনডিপির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান ও ইউএনডিপির ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ভ্যান নুয়েন এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, 'প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান অনেক কম। তাই বাংলাদেশের এসএমই খাতের উন্নয়নে কাজ করার সুযোগ অনেক বেশি। এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমে ইউএনডিপিকে সহযোগী হিসেবে যুক্ত হওয়ায় দেশের এসএমই খাতের উন্নয়ন ত্বরান্বিত হবে।'

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, 'গত দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের এসএমই খাতের উন্নয়নে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। ইউএনডিপির মতো বিশ্বের অন্যতম গতিশীল সংস্থা পাশে দাঁড়ানোয় দেশের এসএমই উদ্যোক্তাদের আরও বেশি সেবা দেওয়ার সুযোগ তৈরি হলো।'

ইউএনডিপির ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ভ্যান নুয়েন বলেন, 'ইউএনডিপি বাংলাদেশের এসএমই খাতে এরই মধ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করলেও এসএমই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হওয়ায় এই কার্যক্রমে গতি বাড়বে। এই সমঝোতা স্মারক শুধু কাগুজে দলিল না হয়ে বাংলাদেশের এসএমই খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারকের আওতায় এসএমই ফাউন্ডেশন এবং ইউএনডিপি এমএসএমই উদ্যোক্তাদের উন্নয়নে যৌথভাবে কিছু কর্মসূচিসমূহ বাস্তবায়ন করবে। এগুলো হলো- এসএমই বাণিজ্য মেলা (অফলাইন-অনলাইন) আয়োজন, এসএমই উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণে সহায়তা, ডিজিটাল মার্কেটপ্লেস তৈরি, গ্রাম পর্যায়ে এসএমই সেবা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ, সিএমএসএমই উদ্যোক্তাদের অর্থায়ন পেতে সহায়তা, নারী-উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে এসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে জেলা-উপজেলায় পর্যায়ে প্রশিক্ষণ, বাংলাদেশে সবুজ উদ্যোগ আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে পরামর্শ সভা, কর্মশালা, সেমিনার, প্রশিক্ষকদের প্রশিক্ষণ; উদ্যোক্তাদের কোভিড-১৯ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় শর্ট কোর্স তৈরি, দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইন প্রশিক্ষণ, লিঙ্গ সমতা এবং সিএমএসএমই উদ্যোক্তা সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সহায়তা, বাংলাদেশের এসএমই খাতের উন্নয়নে সমসাময়িক বিষয়ে গবেষণা ও নীতি সংলাপ আয়োজন।

Comments

The Daily Star  | English

Audits expose hidden bad loans at 6 Islamic banks

Asset quality reviews by international auditors KPMG and Ernst & Young have revealed that six Shariah-based banks in Bangladesh are in a dire financial state, with non-performing loans (NPLs) skyrocketing four times greater than previously reported.

2h ago