অর্থনীতি ও সুশাসনে সরকারের পাশে থাকার অঙ্গীকার ইউএনডিপির

স্টেফান লিলারের নেতৃত্বে বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি অফিস যেকোনো সহায়তায় পাশে থাকবে বলে আচিম স্টেইনার উল্লেখ করেন।
ইউএনডিপি প্রশাসক আচিম স্টেইনার। ফাইল ছবি: রয়টার্স
ইউএনডিপি প্রশাসক আচিম স্টেইনার। ফাইল ছবি: রয়টার্স

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনার প্রাধান্যের বিষয়গুলোতে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকারের কথা জানিয়েছে।

শুক্রবার এক চিঠির মাধ্যমে এই বার্তা দিয়েছে সংস্থাটি।

ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া চিঠিতে উল্লেখ করেন, 'বাংলাদেশের এই ক্রান্তিলগ্নে অর্থনীতির ঘুরে দাঁড়ানো ও সরকারি প্রতিষ্ঠানগুলোয় সুশাসন নিশ্চিতের মতো বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের বৈশ্বিক ও আঞ্চলিক নেটওয়ার্ক ও দক্ষতার ওপর ভরসা রাখুন।'

স্টেইনার প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে বলেন, 'বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় ইউএনডিপির পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।'

'একটি শান্তিপূর্ণ, ন্যায্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সব মানুষের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে আপনিসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সর্বাত্মক সাফল্য কামনা করছি', যোগ করেন স্টেইনার।

স্টেইনার ড.ইউনূসকে 'বন্ধু' বলে সম্বোধন করেন এবং তার এই গুরুত্বপূর্ণ পদ পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের  সঙ্গে 'প্রতিটি পদক্ষেপে' থাকার আশাবাদ প্রকাশ করেন।

স্টেফান লিলারের নেতৃত্বে বাংলাদেশে ইউএনডিপির কান্ট্রি অফিস যেকোনো সহায়তায় পাশে থাকবে বলে আচিম স্টেইনার উল্লেখ করেন।

 

Comments

The Daily Star  | English

Saber Hossain Chowdhury arrested

The Detective Branch of police today arrested Saber Hossain Chowdhury, former environment forest and climate change minister and Dhaka-9 lawmaker, at the capital’s Gulshan

3h ago