‘বেকারত্ব কমাতে শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠান সহায়তা কাউন্সিল গঠন প্রয়োজন’

‘বেকারত্ব কমাতে শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠান সহায়তা কাউন্সিল গঠন প্রয়োজন’
আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশন ও জার্মান উন্নয়ন সংস্থা ফ্রেডেরিক-ইবার্ট-স্টিফটাংয়ের (এফইএস) উদ্যোগে ‘বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা’ পলিসি ব্রিফিং অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

দক্ষ জনশক্তি তৈরি ও শিক্ষিত বেকার কমাতে শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠান সহায়তা কাউন্সিল গঠন এবং দুই খাতের মধ্যে যোগাযোগ বাড়ানো দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আজ মঙ্গলবার আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশন ও জার্মান উন্নয়ন সংস্থা ফ্রেডেরিক-ইবার্ট-স্টিফটাংয়ের (এফইএস) উদ্যোগে 'বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের উন্নয়নে শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা' পলিসি ব্রিফিং অনুষ্ঠানে এ পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী।

মূল প্রবন্ধে তিনি বলেন, 'বর্তমানে বাংলাদেশে শ্রমশক্তি আছে ৬ কোটি ৩৫ লাখ, প্রতি বছর যা শতকরা ২ দশমিক ২ ভাগ হারে বাড়ছে। অথচ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের হিসাবে, দেশে স্নাতক পাস করা বেকার শতকরা ৬৬ ভাগ। অন্যদিকে, বিশ্বব্যাংকের জরিপ বলছে, শতকরা ৪৬ ভাগ চাকরিদাতা চাকরিপ্রার্থীদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা পান না। ৬৯ ভাগ চাকরিদাতা জানান, কারিগরি ও ব্যবস্থাপক পদের বিপরীতে চাকরিপ্রার্থীর সংকট ব্যাপক।'

শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের মাঝে প্রয়োজনীয় সহায়তার অভাবকেই এই সমস্যার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'আরও একটি কারণ- গবেষণা খাতে বিশ্ববিদ্যালয়গুলোর কম বিনিয়োগ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০২০ সালের হিসাব বলছে, ১৪২ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণায় বছরে গড় ব্যয় মাত্র ১ দশমিক ২৬ কোটি টাকা। তবে শীর্ষ ১০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বছরে ১০১ কোটি টাকা ব্যয়ের বিপরীতে শীর্ষ ১০ সরকারি বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে ব্যয় করে মাত্র ৪৩ কোটি টাকা। ফলে, ২০২০ সালের বিশ্ব উদ্ভাবন সূচকে ১৩১ দেশের মধ্যে বাংলাদেশ ১১৬তম, অথচ ভারত ৪৮তম অবস্থানে।'

'২০২১ সালের বিশ্ব জ্ঞান সূচকে ১৫৪ দেশের মধ্যে বাংলাদেশ ১২০তম, যেখানে বিবেচিত ৭টি বিষয়ের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা গবেষণায়, ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর মাত্র ১৯ দশমিক ২। বিআইডিএসের গবেষণা বলছে, বাংলাদেশের কৃষি-খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ইলেকট্রনিক্স, নির্মাণ, হালকা প্রকৌশল, আইসিটি, তৈরি পোশাক, পর্যটন, জাহাজ নির্মাণ, চামড়া ও জুতা, নার্সিং, ফার্নিচার, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, পাট ও প্লাস্টিক- এই ১৫টি খাতের শ্রমশক্তির দক্ষতার সংকট প্রকট। অথচ বছরে শতকরা মাত্র ৩ দশমিক ৬৫ ভাগ শ্রমশক্তি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের সুযোগ পায়।'

এক্ষেত্রে শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের মাঝে অন্তত ৮টি ক্ষেত্রে সহায়তার অভাবের কথা উল্লেখ করা হয় প্রবন্ধে। এগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম শিল্প প্রতিষ্ঠানের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ নয়, শিল্প প্রতিষ্ঠানে শিক্ষানবিশরা প্রয়োজনীয় কাজের পরিবেশ পায়না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিল্প খাতের দক্ষতা কম, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় কোর্স ও মূল্যায়ন পদ্ধতি না থাকা, দক্ষতা, কাজ ও যোগ্যতার সংকট, শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানের মাঝে সমন্বয় সেল না থাকা, শিল্প খাতের কাছে শিক্ষার্থীদের অবাস্তব প্রত্যাশা এবং শিল্প মালিকদের শিক্ষা প্রতিষ্ঠানের কারিকুলাম তৈরির সাথে সম্পৃক্ত না থাকা।

সমস্যা সমাধানে মালয়েশিয়ার আদলে বাংলাদেশেও জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়-শিল্প প্রতিষ্ঠান উচ্চ শিক্ষা সহায়তা কাউন্সিল গঠনের পরামর্শ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, সভাপতি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।

Comments

The Daily Star  | English

What's causing the unrest among factory workers?

Kalpona Akter, labour rights activist and president of Bangladesh Garment and Industrial Workers Federation, talks to Monorom Polok of The Daily Star about the recent ready-made garments (RMG) workers’ unrest.

8h ago