শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

সালাহউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্ট থেকে অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তার পরিচয় নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ রিসোর্টে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

ওসি জানান, সালাহউদ্দিন মাহমুদ শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সালাহউদ্দিন গতকাল বুধবার মৌলভীবাজারে এসএমই ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগ দেন। রাত ১০টার দিকে তিনি বালিশিরা রিসোর্টে পৌঁছান। 

আজ সকাল সাড়ে ৮টার দিকে রিসোর্টের কর্মীরা তার কক্ষে গেলে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পায়। তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ওই রিসোর্টে গিয়ে জানালা দিয়ে ঢুকে সালাহউদ্দিনের মরদেহ পায়।

ওসি আমিনুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'সকালে খবর পেয়ে রিসোর্টে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। সালাহউদ্দিন রাত ১০টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে মারা গেছেন।'

তার পরিবারের সদস্যরা ঢাকা থেকে শ্রীমঙ্গলে যাওয়ার পর মরদেহ হস্তান্তর করা হবে এবং তারা চাইলে ময়নাতদন্ত করা হবে বলে জানান ওসি।

Comments