২০২২ সালে ৪৬২১ ঋণগ্রহীতার ৮৪০৪ কোটি টাকা সুদ মওকুফ করেছে ৯ ব্যাংক

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ রোববার সংসদে বলেছেন, ৬টি রাষ্ট্রায়ত্ত ও ৩টি বিশেষায়িত ব্যাংক ২০২২ সালে ৪ হাজার ৬২১ জন ঋণগ্রহীতার ৮ হাজার ৪০৪ কোটি টাকা সুদ মওকুফ করেছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার (রংপুর-১) এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ৯টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২২ সালে ৪ হাজার ৬২১ গ্রাহকের অনুকূলে ৮ হাজার ৪০৪ কোটি টাকার সুদ মওকুফের প্রস্তাব অনুমোদন করেছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি ব্যাংক হলো—অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক ও সোনালী ব্যাংক।

বিশেষায়িত ৩টি ব্যাংক হলো—বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

অর্থমন্ত্রী বলেন, ২০২২ সালে এসব ব্যাংকের ১ হাজার ৬২০ কোটি ৮৩ লাখ টাকার সুদ মওকুফ কার্যকর করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, তফসিলি ব্যাংকের মূল ঋণ মওকুফের কোনো সুযোগ নেই। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সুদ মওকুফের সুবিধার সঙ্গে কোনো ব্যাংকের দেউলিয়া হওয়ার কোনো সম্পর্ক নেই।

Comments

The Daily Star  | English

Crimes against humanity: trial against Hasina begins at ICT

Co-accused in the case are former home minister Asaduzzaman Khan Kamal and former IGP Abdullah Al-Mamun

16m ago