১০ কোটি টাকা অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা কারাগারে
পাবনার সাঁথিয়া উপজেলায় অগ্রণী ব্যাংকের তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
তারা হলেন-অগ্রণী ব্যাংকের কাশিনাথপুর শাখার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রায় ১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে আটক ওই তিন কর্মকর্তাকে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে ৫ সদস্যের অডিট টিম কাশিনাথপুর শাখায় অডিট করতে যান।
দিনভর অডিট করে তারা ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকার অনিয়ম পান।
এই অনিয়মের পরিপ্রেক্ষিতে ওই তিন কর্মকর্তাকে অভিযুক্ত করে সাথিয়া থানায় অভিযোগ দিলে পুলিশ বৃহস্পতিবার রাতে তাদের আটক করে।
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করা হলেও, তারা রিসিভ করেননি।
ওসি মো. আনোয়ার হোসেন বলেন, 'ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তিন কর্মকর্তাকে আটক করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।'
Comments