বেলিংহ্যামকে নিয়ে প্রশ্নে আনচেলত্তির কৌতুকপূর্ণ জবাব

ছবি: এএফপি

তরুণ ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন চলছে। করিম বেনজেমাসহ চার ফরোয়ার্ড ক্লাব ছাড়ায় তাতে লেগেছে জোর বাতাস। তবে লা লিগার পরাশক্তিদের কোচ কার্লো আনচেলত্তি এই ব্যাপার নিয়ে প্রশ্নে মুখ খুলতে রাজীই হলেন না। বরং গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে কৌতুকপূর্ণ জবাব দিলেন তিনি।

গতকাল রোববার রাতে ২০২২-২৩ মৌসুমের শেষ ম্যাচ ছিল রিয়ালের। লা লিগার লড়াইয়ে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেতিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। পিছিয়ে পড়া লস ব্লাঙ্কোরা হার এড়ায় বিদায়ী ফরাসি স্ট্রাইকার বেনজেমার লক্ষ্যভেদে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এবারের মৌসুমের পর্যালোচনার পাশাপাশি আগামী মৌসুমকে ঘিরে দলের প্রত্যাশা তুলে ধরেন আনচেলত্তি।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা গত সপ্তাহে জানায়, এই সপ্তাহে বেলিংহ্যামের সঙ্গে চুক্তির ঘোষণা দেবে রিয়াল। ইতোমধ্যে ১৯ বছর বয়সী তারকার জন্য বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে নীতিগতভাবে চুক্তি সম্পন্ন করেছে তারা। তবে বেলিংহ্যামকে নিয়ে জিজ্ঞাসায় মুখে কুলুপ এঁটে থাকেন রিয়াল কোচ, 'আমি এমন খেলোয়াড়দের সম্পর্কে কথা বলব না যারা এখানে (রিয়ালের বর্তমান স্কোয়াডে) নেই।'

এই বাক্যটি বলার পর হঠাৎ করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে রসিকতায় মাতেন আনচেলত্তি। যদিও বর্ষীয়ান ইতালিয়ানের কথাগুলো পারস্পরিক সম্মানবোধের সঙ্গে সম্পর্কযুক্ত, 'তবে এটাই মৌসুমের শেষ সংবাদ সম্মেলন এবং আপনারা যে ধৈর্য দেখিয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমরা একটি ভালো সময় কাটিয়েছি এবং আমাদের মধ্যে কোনো সমস্যা হয়নি। এটি একটি ভালো ব্যাপার এবং শেষ পর্যন্ত, বিষয়টা হলো পারস্পরিক সম্মানের। আমি আপনাদের কাজকে সম্মান করি এবং আপনারা আমার কাজকে সম্মান করেন। এভাবেই চলতে হবে। পরবর্তী সংবাদ সম্মেলনে দেখা হবে।'

বেনজেমার পাশাপাশি মৌসুম শেষে রিয়াল ছাড়ছেন মার্কো আসেনসিও, এদেন হ্যাজার্ড ও মারিয়ানো দিয়াজ। ফলে সফলতম স্প্যানিশ ক্লাবটির স্কোয়াডে ফরোয়ার্ড থাকছেন দুজন। উভয়েই ব্রাজিলিয়ান– ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো।

পরের মৌসুম শুরু হতে অনেক বাকি থাকায় ফরোয়ার্ডের ঘাটতি নিয়ে কোনো চাপে নেই আনচেলত্তি, 'এই মুহূর্তে আমাদের কাছে মাত্র দুজন ফরোয়ার্ড আছে। তবে আমি মোটেও চিন্তিত নই কারণ, এটা ঠিক করার জন্য আমাদের কাছে প্রচুর সময় আছে। আপনি ফরোয়ার্ডদের নিয়ে ম্যাচ জিততে পারেন, তাদেরকে ছাড়াও পারেন। ফরোয়ার্ডদের গোল করার সম্ভাবনা অবশ্যই বেশি। তবে যখন একটি দল দৃঢ়ভাবে, নিবিড়ভাবে, প্রচেষ্টার সঙ্গে এবং দল হিসাবে খেলে, তখন পার্থক্য তৈরি হয়ে যায়।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

1h ago