বান্দরবানে গুলিবিদ্ধ ৩ মরদেহ উদ্ধার
বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গুলিবিদ্ধ ৩ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো শনাক্ত করে পুলিশ।
নিহতরা হলেন- রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়া এলাকার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম (৩২), নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) ও দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩)।
স্থানীয় বাসিন্দারা বলছেন, আজ সকাল থেকেই পাশের বন থেকে গোলাগুলির আওয়াজ আসছিল। গুলি থামলে বনের ভেতরে তারা মরদেহগুলো পড়ে থাকতে দেখেন।
বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধারের পর তাদের পরিচয় শনাক্ত করা হয়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান আছে।
এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ৭ এপ্রিল শুক্রবার রোয়াংছড়ি উপজেলা সদর ইউনিয়নের খামতাংপাড়া থেকে ২ পক্ষের সংঘর্ষে নিহত ৮ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে রোয়াংছড়ি থানা পুলিশ।
Comments