উত্তর-পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সম্ভাবনা থাকলেও দুশ্চিন্তা নেই: পাউবো
আপাতত দেশে বড় কোনো বন্যার আশঙ্কা নেই। হাওরে বন্যার সময় পার হয়ে গেছে। তবে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং উজান থেকে পানি এসে হাওরগুলো ভরে যাবে।
আজ বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ কথা জানিয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'দেশে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। তবে হাওর অঞ্চল ও দেশের উত্তর-পূর্বাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা হতে পারে। যেহেতু ধান কাটা হয়ে গেছে তাই এই বন্যা নিয়ে তেমন একটা দুশ্চিন্তা নেই।'
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে তিনি বলেন, 'আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টি হতে পারে। ফলে এই মাসের মাঝামাঝি সাইক্লোন বা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে। এতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং দেশের কোথাও কোথাও পানির পরিমাণ বেড়ে বন্যার সৃষ্টি হতে পারে। তবে সেটা ভয়াবহ কিছু না।'
তিনি আরও বলেন, 'নিম্নচাপটি মে মাসের ৭ থেকে ৮ তারিখের দিকে তৈরি হবে এবং সেটি ১৪ থেকে ১৫ তারিখে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।'
Comments