রাবির মূল ফটকে শিক্ষার্থীরা, ঢাকা-রাজশাহী মহাসড়ক বন্ধ

রাবির মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। ছবি: স্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন বিনোদপুর এলাকায় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে প্রায় ২০০ শিক্ষার্থী আহতের ঘটনায় আজও বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় এলাকা।

আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের হাতে লাঠি ও রড দেখা যায়। এসময় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেন তারা।

এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল সড়কগুলো প্রদিক্ষণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিক্ষোভকারী  এ সময় বেশ কয়েকটি দাবি তুলেন।

তাদের দাবিগুলো হলো- শিক্ষার্থীদের ওপর হামলাকারী স্থানীয় ও পুলিশ সদস্যদের বিচার, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি নির্ধারণে শিক্ষার্থী প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

Comments

The Daily Star  | English

Netanyahu approves Lebanon ceasefire deal ‘in principle’: media

Israeli Prime Minister Benjamin Netanyahu approved the emerging ceasefire deal with Hezbollah "in principle" during a security consultation with Israeli officials on Sunday night, a source familiar with the matter said

5m ago