রাবি রেজিস্ট্রারের বাড়িতে ককটেল হামলা

দেয়ালে ককটেল বিস্ফোরণের দাগ। ছবি: স্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখার আলম মাসুদের বাড়িতে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতরাতে নগরীর বিনোদপুরের মন্ডলের মোড় এলাকায় তার বাড়ির গেটের সামনে এই হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক দ্য ডেইলি স্টারকে জানান, 'প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে এটি ককটেল ছিল। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। রেজিস্ট্রার স্যার দ্রুতই লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে আইনি প্রক্রিয়ায় তদন্ত শুরু হবে।'

এদিকে, এ বিষয়ে কথা বলতে অধ্যাপক ইফতেখার আলম মাসুদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার পরই এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'ফ্যাসিবাদী অপশক্তির জুলুম নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোন রক্তচক্ষুর ভয়ংকর হুমকি ধামকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি! তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল!! এরা কারা! এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।'

অন্যদিকে, রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবও তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে পোস্ট দেন। তিনি লেখেন, 'এই প্রশাসন একটা টিম। এখানে কারো উপর অন্যায় আঘাত, সকলের উপর আঘাত। আমরা এই স্পিরিট ধারণ করি। প্রফেসর ইফতিখার মাসউদের বাসভবনের গেইটে ককটেল ছোড়া হয়েছে - কথাটি ঠিক নয়। সরাসরি তার বাসায় ছোড়া হয়েছে। অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে। শাস্তি পেতে হবে।'

উল্লেখ্য, ককটেল বিস্ফোরণ ও হামলার প্রতিবাদে আজ সকাল ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

Comments

The Daily Star  | English

Khaleda Zia returns home from London

Khaleda Zia, accompanied by her two daughters-in-law Zubaida Rahman and Syeda Sharmila Rahman, is now on way to her Gulshan residence

2h ago