কুমার নিবিড়ের ব্রেনের এমআরআই করানোর পরামর্শ চিকিৎসকদের

কানাডায় সড়ক দুর্ঘটনা
কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের সন্তান কুমার নিবিড় টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। চিকিৎসকরা তার ব্রেনের এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন।

নিবিড়ের মা নাঈমা সুলতানার ঘনিষ্ঠ আত্মীয়ের বরাত দিয়ে কানাডাপ্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগর দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, চিকিৎসকরা কুমার নিবিড়ের ব্রেনের এমআরআই করানোর পরামর্শ দিয়েছেন। এআরআইয়ের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিবিড়ের বাবা কুমার বিশ্বজিৎ ও মা নাঈমা সুলতানা বর্তমানে সেখানে অবস্থান করছেন।

এর আগে, গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ ও আরিয়ান দীপ্ত নিহত হন এবং কুমার নিবিড় আহত হন। তারা ৪ জনই হাম্বার কলেজের শিক্ষার্থী।

 

Comments