সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ডে নিহত ৫

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর আগুনে আহতদের চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ও আহতদের মধ্যে ৫ জন মারা গেছেন।

জেলা সিভিল সার্জন ইলিয়াস হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের এখন পর্যন্ত যাদের হাসপাতালে আনা হয়েছে তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল পরিদর্শন শেষে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ১০৫ জন আহত হয়েছেন।

রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের রিপোর্টার জানান, ডিপোর ভেতরে তখন অন্তত চার শ কনটেইনারে আগুন জ্বলছিল। ডিপোর আশপাশের নালাগুলোতে রাসায়নিক পদার্থ ভাসতে দেখা যায়।

ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিটের কর্মীরা ডিপোতে আগুন নেভানোর চেষ্টা করছিলেন। এসময় ডিপোর ভেতরে বেশ কয়েক সারি কনটেইনারে আগুন জ্বলতে দেখা যায়। পানির অভাবে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে দেখা যায়।

ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর পাশাপাশি বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তারা জানান, এই ডিপোতে দিনে ২৪ ঘণ্টাই কাজ চলে। যখন আগুনের সূত্রপাত হয় তখনো এখানে কাজ চলছিল। ফলে কত জন শ্রমিক এখানে আটকে পড়েছেন তা আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এই ডিপোর বেশিরভাগ কনটেইনারে রপ্তানিমুখী পণ্য আছে বলে ডিপো সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে।

ভাটিয়ারি এলাকায় বেসরকারি এই কনটেইনার ডিপোতে শনিবার রাত ৯টার দিকে আগুন লাগে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে। অন্তত ৭ জন ফায়ারসার্ভিস কর্মী আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

3h ago