তারকাদের বাজেট ভাবনা

সোহেল রানা, কুমার বিশ্বজিৎ,রিয়াজ আহমেদ ও মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন আজ বৃহস্পতিবার। এবারের বাজেটের স্লোগান 'কোভিডের বিপর্যয় জয় করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা।' বাংলাদেশের ৫১তম এই বাজেট নিয়ে সরকারের কাছে সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও রয়েছে নানা প্রত্যাশা।

সেই প্রত্যাশা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন অভিনেতা সোহেল রানা, কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

অভিনেতা সোহেল রানা বলেন, 'এখন একটা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। গত ২ বছর করোনা মহামারির মধ্য দিয়ে গেছি। এখন আমাদের সংস্কৃতির চেয়ে বেঁচে থাকার জন্য বেশি যুদ্ধ করতে হচ্ছে। আমাদের জীবনের অন্যকিছুর আগে আহার, বস্ত্র, ভালো চিকিৎসা বেশি প্রয়োজন। এসব কিছুর দাম যেন সহনীয় পর্যায়ে থাকে, সেইদিকে খেয়াল রাখতে হবে। বিদেশি যেসব জিনিস আমাদের জীবনের জন্য খুব প্রয়োজন, সেগুলোর যেন  ভ্যাট কম হয় সেই অনুরোধ থাকবে আমার।'

তিনি আরও বলেন, 'কোভিড যুদ্ধের পর এখন আবার রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। স্বাভাবিকভাবেই আমরা একটা অর্থনৈতিক যুদ্ধের মধ্যে পড়ে গেছি। শুধু সরকার নয়, সবাই মিলে এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য কাজ করে যেতে হবে। প্রয়োজন হলে সরকারকে কিছু বিষয়ে ভর্তুকি দিয়ে সবকিছুর দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। সবাই যেন খেয়ে-পরে বেঁচে থাকতে পারে। অনেক কিছুর মধ্যে সরকারকে কিছু কিছু বিষয়ে ছাড় দিয়ে জনমানুষের জন্য বাজেট দিতে হবে।'

কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের ২ বছর গেল করোনা মহামারিতে, আর এখন আবার ইউক্রেনের যুদ্ধ। অনেক দুঃসহ দিনের মধ্যে আছি। স্বাভাবিকভাবে আমাদের দেশের অর্থনীতিতে প্রভাব পড়েছে। তাই বাজেট নিয়ে আমার প্রত্যাশা হলো, সবকিছু যেন সহনীয় একটা পর্যায়ে থাকে। সংস্কৃতি ক্ষেত্রে বাজেট কী হয় জানা নেই। প্রথমে আমাদের প্রয়োজনীয় আহার, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা তারপর গান বা অন্যকিছু। সবকিছু যেন সহনীয় পর্যায়ে থাকে এটাই প্রত্যাশা করি।'

চিত্রনায়ক রিয়াজ বলেন, 'বাজেট আমার কাছে একটু কঠিন মনে হয়। এটা তেমন একটা ভালো ভাবে বুঝি না। আমি চাই প্রতিটি মানুষ সুন্দর থাকুক, ভালোভাবে বেঁচে থাকুক। জিনিসপত্রের দাম যেন না বাড়ে। যদিও পৃথিবীতে অন্য দেশে যুদ্ধ, কোভিড এবং নানাবিধ কারণে তেলের দামসহ অনেক কিছুর দাম বেড়ে গেছে। তারপরও আমাদের বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, এরকম একটা বাজেট আমরা যেন পাই।'

অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেন, 'সাধারণ মানুষের দম ফেলার মতো একটা বাজেট হোক, এটাই আমার প্রত্যাশা করি। আমরা যারা সুপারশপে বাজার করি, আমাদের এখনও ধরে ধরে জিনিসপত্রের দাম দেখতে হয় না। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদেরও হিমশিম খেতে হচ্ছে। তাহলে সাধারণ মানুষের অবস্থা কী সেটা বুঝতে পারছি। প্রত্যাশা করব সবার কথা চিন্তা করে ভালো একটা বাজেট উপহার দেবে সরকার। স্বস্তির একটা নিশ্বাস নিতে পারব, এমন বাজেট প্রত্যাশা করছি।'

Comments

The Daily Star  | English

50% of bank directors to be independent

The interim government is set to amend the Bank Company Act by reducing the board members from a single family, while at least 50 percent of the directors will be independent, said Bangladesh Bank Governor Ahsan H Mansur.

12h ago