গাড়িতে সিটবেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি: ইনস্টাগ্রাম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ছবি: ইনস্টাগ্রাম

চলন্ত গাড়িতে সিটবেল্ট না বাঁধায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করা হয়েছে।

বিবিসি জানায়, ল্যাঙ্কাশায়ারের পুলিশ জানিয়েছে যে, তারা লন্ডনের ৪২ বছর বয়সী একজনের বিরুদ্ধে একটি নির্দিষ্ট শাস্তির শর্তসাপেক্ষ আদেশ জারি করেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট বলেছে, ঋষি সুনাক তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তিনি জরিমানার অর্থ পরিশোধ করবেন বলেও জানিয়েছেন।

দেশটিতে গাড়িতে সিটবেল্ট না বাঁধলে ১০০ পাউন্ড জরিমানার বিধান রয়েছে।

তবে অভিযোগ আদালতে গেলে জরিমানা বেড়ে ৫০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। 

বৃহস্পতিবার গাড়িতে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের একটি গন্তব্যে যান ঋষি সুনাক।

সেসময়ের একটি ভিডিও তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়। এতে দেখা যায়, চলন্ত গাড়িতে সিটবেল্ট না বেঁধেই কথা বলছেন ঋষি সুনাক।

সরকারে থাকাকালে এ নিয়ে দ্বিতীয়বার আইন ভেঙে শাস্তির মুখে পড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।  

Comments

The Daily Star  | English

Each martyr family to get Tk30 lakh: Prof Yunus

Chief Adviser Prof Muhammad Yunus today said each martyr's family will get Tk 30 lakh from the government, reiterating that his government will rehabilitate families of all mass-uprising martyrs and bear the full expanses of the treatment of all the injured..In a televised address to the n

10m ago