যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা প্রধানমন্ত্রী ঋষি সুনাকের

যুক্তরাজ্য
ঋষি সুনাক। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আগামী ৪ জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

রাজা দ্বিতীয় চার্লসের অনুমতি পাওয়ার পর স্থানীয় সময় বুধবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে ঋষি সুনাক নির্বাচনের তারিখ ঘোষণা করেন বলে জানিয়েছে বিবিসি।

এর আগে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার সদস্যদের ডাকা হয়। তাদের সঙ্গে আগাম নির্বাচন নিয়ে আলোচনা করেন কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক।

সুনাক অক্টোবর বা নভেম্বরে ভোটের ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই আগাম নির্বাচনের ঘোষণা দিলেন তিনি। যদিও বিষয়টি নিয়ে মঙ্গলবার থেকেই ওয়েস্টমিন্সটারে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

এদিকে যুক্তরাজ্যে জনমত জরিপে বিরোধী দল লেবার পার্টি এগিয়ে রয়েছে। সামনের এই নির্বাচনের মাধ্যমে তারা সরকার গঠন করবে বলে ধারণা করা হচ্ছে। লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে মনে করছেন অনেকে। 

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

29m ago