রোনালদোর প্রেরণায় উজ্জীবিত রবিউল

Robiul Haque
রোনালদোর বিখ্যাত siuuu উদযাপন করছেন রবিউল হক। ছবি: ফিরোজ আহমেদ

একবার উইকেট নিয়ে বুকে দুহাত রেখে চোখ বন্ধ করে মাথা উঁচু করে রাখা, আরেকবার উইকেট নিয়ে কয়েক গজ দৌড়ে দুহাত আড়াআড়ি করে লাফ। উদযাপন দুটি খুব চেনা। বিপিএলের মঞ্চে রবিউল হক চারটি উইকেট নিয়েই যখন এমন উদযাপন করলেন, বুঝতে বাকি রইল না কার কথা ঘুরছে তার মাথায়। ক্রিস্তিয়ানো রোনালদোর ভক্ত এই পেসার ম্যাচ সেরা হয়ে পরে ব্যাখ্যা দিয়েছেন তার উদযাপন কথা।

শুক্রবার রাতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রবিউলের পেসের আগুনে পুড়েছে খুলনা টাইগার্স। খুলনাকে ১৩০ রানে আটকে দিতে ৪ ওভার বল করে ২২ রানে ৪ উইকেট নেন তিনি। ৩ বল আগে ওই রান তাড়া করে ৪ উইকেটে জেতে রংপুর রাইডার্স।

ম্যাচে নিজের দারুণ বোলিংয়ের পাশাপাশি উদযাপন নিয়ে আলাদা নজর কাড়েন ২৩ পেরুনো রংপুর রাইডার্স পেসার। উদযাপনের প্রসঙ্গ আসতেই জানান রোনালদো কীভাবে হয়েছেন তার প্রেরণা,   'আমার উদযাপন নিয়ে সবাই অনেক উৎসুক। উদযাপনের পেছনে যে আইনকনিক মানুষটা (ক্রিস্তিয়ানো রোনালদো) আছেন সেটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আসল কথা হচ্ছে প্রত্যেকটা খেলোয়াড় কাউকে না কাউকে অনুসরণ করে, আমিও একজনকে অনুসরণ করি। উনার ওয়ার্ক ইথিকস বলেন… অনেক কঠোর পরিশ্রমি, অনেক শক্ত মানসিকতার। খুব খারাপ পরিস্থিতিতেও উনার দলকে যেকোনো ভাবে কামব্যাক করাতে পারে, বড় মঞ্চেও। এরকম একটা বিশ্ব মহাতারকার কাছ থেকে কিছুটা হলেও যদি আমি নিজের ভেতর ঢুকাতে পারি, কঠোর পরিশ্রম বলেন, শক্ত মানসিকতা বলেন, যাই বলেন। সেটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার হবে।'

Robiul Haque
রবিউল হক। ছবি: ফিরোজ আহমেদ

রোনালদোর কথা ভেবেই জার্সি নম্বর '৭' বেছে নিয়েছেন। নামের আদ্যাক্ষরেও আছে মিল। কঠোর পরিশ্রমে ঘুরে দাঁড়ানোর মানসিকতা রপ্ত করতে চান তিনি। ছোটবেলা থেকে রোনালদোর খেলা দেখে বেড়ে উঠা এই ক্রিকেটার পর্তুগিজ মহাতারকার থেকে নেন প্রেরণা,  'উনার খেলা দেখি সেই ২০০৬/২০০৭ সাল থেকে। যখন উনি ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়েছে তখন থেকে উনাকে অনুসরণ করি। তারপর উনাকে দেখলে মনে হয় উনি জেতার জন্য যেকোনো কিছু করতে পারে, যেকোনো কিছু। ছোটবেলা থেকে হয় না যে, কাউকে ভালো লাগলে মনে প্রাণে বসে যায়।'

'ওরকম থাকতে থাকতে রিয়াল মাদ্রিদে দারুণ মৌসুম কাটানোর পরে এত চ্যাম্পিয়ন্স লিগ, এত ট্রফি, জুভেন্টাসে যাওয়ার পর...  এখনো তার শক্ত মানসিকতার পরিচয় যেভাবে দিয়ে যাচ্ছেন এটা অনেক বড় কিছু। এইগুলাই অনুসরণ করা হয়। নিজেকেও উজ্জীবিত করি যে একটা মানুষ কঠোর পরিশ্রম দিয়ে এত কিছু করতে পারলে আমিও মানুষ, আমিও ইনশাল্লাহ অনেক কিছু করতে পারব।'

Comments

The Daily Star  | English

Fulfilling sky-high expectations Yunus govt’s key challenge

Says ICG report on completion of interim govt’s 100 days in office

2h ago