ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর
রাজশাহীর পবা উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও ২ আরোহী নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে বাহারামপুরের শাহীন (৪০) ও কাঁঠালবাড়িয়ার রাকিব (২৬) ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় বাহারামপুরের সোহাগ (২৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
করনোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, বিকেল ৪টার দিকে উপজেলার ডাঙ্গেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কে বা কারা মোটরসাইকেলটি চালাচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে তিনি বলেন, একই মোটরসাইকেলে করে ৩ জন দারুশা সড়ক দিয়ে শহরের দিকে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি সামনে থেকে ধাক্কা দেয়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও তার সহযোগীরা পালিয়ে যান।
Comments