২০২২ সালে সাড়া জাগানো ৫ গাড়ি

২০২২ সালের সাড়া জাগানো ৫ গাড়ি
২০২২ সালে সাড়া জাগানো ৫ গাড়ি

আধুনিক গাড়ির বাজারে টিকে থাকতে হলে নির্মাতাদের প্রতি বছরই কিছু না কিছু নতুন চমক নিয়ে আসতে হয়। সেটি এবার হতে পারে কোনো বিদ্যমান মডেলকেই নতুন মোড়কে হাজির করা। হতে পারে বিদ্যমান কোনো ফিচারে সামান্য পরিবর্তন নিয়ে আসা অথবা যানবাহনের বিভিন্ন সেগমেন্টে প্রতিযোগিতায় থাকতে একবারে নতুন কোনো মডেলের গাড়িই বাজারে নিয়ে আসা। 

প্রতি বছরের মতো ২০২২ সালেও উল্লেখযোগ্য পরিমাণ নতুন গাড়ি বাজারে এসেছে। যেগুলো বিশ্ব বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। তাই নতুন বছরে নেওয়া যাক গত বছরের সবচেয়ে আলোচিত ৫টি গাড়ির বিষয়ে। 

নিসান ৪০০জেড ফেয়ারলেডি

জেড৩৪ নিসান ৩৫০জেড এবং ৩৭০জেড দারুণ একটা গাড়ি, রিয়ার-হুইল ড্রাইভ ও এন্ট্রি-লেভেল স্পোর্টস কার হওয়ার দরুন এই গাড়িটি ইতোমধ্যে বেশ পরিচিতি লাভ করেছে। তাদের মধ্যে রয়েছে যথাক্রমে ভিকিউ৩৫ এবং ভিকিউ৩৭ ইঞ্জিন। যেগুলো বেশ জনপ্রিয় এবং নির্ভরযোগ্যতার জন্য পরিচিত। এই বিখ্যাত গাড়িগুলোর সত্যিকারের উত্তরসূরি হিসেবে আবির্ভাব ঘটেছে ৪০০জেড ফেয়ারলেডির। যা শুধু নিসান জেড নামেও পরিচিত। যা মজাদার স্পোর্টস কু সেগমেন্টের একটি নতুন সংযোজন।

২০২২ সালের বসন্তের কাছাকাছি মুক্তি পাওয়া নিসান ৪০০জেড, ক্লাসিক লুককে সম্পূর্ণরূপে ঢেলে সাজিয়েছে। যেখানে রয়েছে একটি ভিকিউ৩০ ইঞ্জিন। প্রায় ৪০০ হর্সপাওয়ার ক্ষমতা সম্পন্ন গাড়িটিতে রয়েছে একটি ৯-স্পিড মার্সিডিজ ট্রান্সমিশন বা একটি ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। বর্তমানে এর বাজার মূল্য প্রায় ৩৯ হাজার ৯৯০ মার্কিন ডলার।

টয়োটা জিআর৮৬/সুবারু বিআরজেড

টয়োটা, সুবারু এবং সায়োন-এর যথাক্রমে জিটি৮৬, বিআরজেড, এফআর-এস মডেল ৩টির উত্তরসূরি হয়ে এসেছে নতুন জিআর৮৬/বিআরজেড মডেলটি। পূর্ববর্তী মডেলগুলোয় ইঞ্জিনের ক্ষমতার অভাব নিয়ে বেশ কিছু অভিযোগ ছিল। নতুন এই মডেলটি সে সব অভিযোগকে দূর করতে সক্ষম হয়েছে। নতুন এই মডেলটিতে আগের ২ লিটার ফ্ল্যাট-ফোর বক্সার ইঞ্জিনকে ২ দশমিক ৪ লিটার বক্সার ইঞ্জিনে পরিণত করা হয়েছে। ২২৪ হর্সপাওয়ার সম্পন্ন গাড়িটিতে রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল বা একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন। যা একটি দুর্দান্ত হ্যান্ডলিং এবং মধ্যম-পরিসরের কর্মক্ষমতা পাওয়া যায়।

সেপ্টেম্বর ২০২২-এর কাছাকাছি মুক্তি পেয়েছে টয়োটা জিআর৮৬। প্রতিটি মডেলের নিজ নিজ পূর্বসূরীর সঙ্গে তুলনা করলে এই মডেলটি সম্ভবত এই তালিকার সবচেয়ে উন্নত গাড়িগুলোর একটি। বিশ্ব বাজারে এই গাড়িটির দাম ২৭ থেকে ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত। 

হোন্ডা সিভিক টাইপ আর

জাপান থেকে বেরিয়ে আসা সিভিক টাইপ আর সবসময়ই প্রশংসা পাওয়া এফডব্লিউডি স্পোর্টস কারগুলোর মধ্যে একটি। এর পুরানো প্রজন্মের এফকে৮ টাইপ আর নুরবার্গিং রেসিং ট্র্যাকে দ্রুততম ল্যাপ শেষ করার রেকর্ড তৈরি করেছিল। তবে এফকে৮ এর কুলিং সংক্রান্ত কিছু সমস্যা ছিল। এ ছাড়া এফকে৮ দেখতেও খুব একটা ভালো ছিল না। 

অন্যদিকে অক্টোবরের কাছাকাছি মুক্তি পেয়েছে নতুন এফএল৫ টাইপ আর। যদিও এতে আগের মডেলের মতোই এতে একই পাওয়ারট্রেন বিদ্যমান। তবে এতে স্পোর্টসের জন্য উন্নত কুলিং, একটি ভালো টার্বো এবং এক্সজস্ট যুক্ত হয়েছে। যা এর  শক্তিকে ৩১৫ হর্সপাওয়ার পর্যন্ত উন্নীত করেছে। গাড়িটির বাহ্যিক অংশটিও আবার ঢেলে সাজানো হয়েছে। যা একে একটি বেশ পরিণত লুক দিয়েছে। নতুন মডেলটিতে রাখা হয়নি পূর্ববর্তী প্রজন্মের অত্যধিক স্টাইলযুক্ত নকল ভেন্টগুলোও। বর্তমানে এর বাজার মূল্য প্রায় ৪৩ হাজার ৯৯০ মার্কিন ডলার।

জিএমসি হ্যামার ইভি 

হ্যামার তাদের বিশাল আকার-আকৃতি, রাস্তায় উপস্থিতি এবং অফ-রোডিং এ তাদের পরাক্রমের জন্য বেশ সুপরিচিত। ২০১০ সাল থেকে চলা দ্য হ্যামার এইচ১ এবং এইচ২ মডেল দুটি তাদের আইকন হিসেবে পরিচিত। এই গাড়িগুলোর উৎপাদন বন্ধ করা হলে অনেক গ্রাহক হতাশ হন। তবে এই বছর হ্যামার আবার পুনরুজ্জীবন ঘটেছে। একটি বৈদ্যুতিক এসইউভি এবং পিকআপ ট্রাকের আকারে আবার ফিরে এসেছে হ্যামার।

জিএমসি হ্যামার ইভি এখনো হ্যামারের সেই পুরোনো রূপ ধরে রেখেছে যেগুলোর জন্য ব্র্যান্ডটি পরিচিত ছিল। সঙ্গে রয়েছে এর পিকআপ ট্রাক সংস্করণের জন্য ১ হাজার হর্সপাওয়ার এবং এসইউভি মডেলগুলোর জন্য প্রায় ৮৫০ হর্সপাওয়ারবিশিষ্ট ইঞ্জিন। জিএমসি দাবি করে এটি প্রায় ৩ সেকেন্ডে ০-১০০ পর্যন্ত গতি তুলতে সক্ষম। ২০২২ এর শরৎকাল থেকে এই গাড়িটি পাওয়া যাচ্ছে। এর দাম প্রায় আকাশচুম্বী, ১ লাখ ৭ হাজার মার্কিন ডলার।

লোটাস এমিরা

লোটাস সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি নির্মাণের দিকে চলে যাওয়ার ঘোষণা দিয়েছে গত বছর। যার ফলে ঘোষণাটির পর থেকে লোটাস এমিরা হতে চলেছে কোম্পানিটির শেষ গ্যাসচালিত গাড়ি। ২০২২ সালের মার্চে মুক্তি পায় গাড়িটি। এমিরাতে টয়োটার একটি ৩ দশমিক ৫ লিটারের সুপারচার্জড ভি৬ অথবা মার্সিডিজ বেঞ্জের একটি ২ লিটারের ইনলাইন ৪-ইঞ্জিন রয়েছে। যেখানে ৬-স্পিড স্বয়ংক্রিয় বা ম্যানুয়াল ট্রান্সমিশন বিদ্যমান।

লোটাস এমিরা একটি এন্ট্রি-লেভেল স্পোর্টস কার। বাহ্যিক অংশটি এর বৈদ্যুতিক প্রতিরূপ ইভিজার মতোই। যেখানে উভয়েরই নকশা একটি সুপারকারের মতো। লোটাস এমিরার বর্তমান বাজার মূল্য প্রায় ৮৭ হাজার মার্কিন ডলার।

 

অনুবাদ করেছেন আহমেদ বিন কাদের অনি
 

Comments

The Daily Star  | English

Bangladesh at a historic crossroads: Dr Kamal Hossain

Eminent jurist Dr Kamal Hossain today said Bangladesh stands at a turning point of history following recent mass uprisings

1h ago