২০২৫ সালের জুনের মধ্যে একীভূতকরণ চূড়ান্ত করতে চায় হোন্ডা-নিশান

২০২৪ সালের আগস্টে বৈঠক করেন হোন্ডা-নিশানের শীর্ষ কর্মকর্তারা। ফাইল ছবি: রয়টার্স
২০২৪ সালের আগস্টে বৈঠক করেন হোন্ডা-নিশানের শীর্ষ কর্মকর্তারা। ফাইল ছবি: রয়টার্স

আগামী বছরের জুন নাগাদ জাপানের দুই ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা ও নিশান তাদের ব্যবসাকে একীভূত করার বিষয়টি চূড়ান্ত করার লক্ষ্য হাতে নিয়েছে।

আজ সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে একীভূতকরণ আলোচনার ঘোষণা দিতে পারে এই দুই প্রতিষ্ঠান। এমনটাই জানিয়েছে রয়টার্স।

আজ এক বোর্ড সভায় বসবে প্রতিষ্ঠান দুটি। এই সভার আলোচনা নিয়ে পরে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে নিশানের অংশীদার মিতসুবিশি মটরসও যোগ দেবে।

এর আগে বুধবার বিবিসি জানায়, গত মার্চে জাপানের এই দুই শীর্ষ প্রতিষ্ঠান বৈদ্যুতিক গাড়ি তৈরির বিষয়ে কৌশলগত অংশীদারিত্বের সুযোগগুলো খুঁজে দেখার বিষয়ে একমত হয়।

হোন্ডা বর্তমানে জাপানের দ্বিতীয় ও নিশান তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। দ্রুত পরিবর্তনশীল অটোমোবাইল শিল্পে টিকে থাকার লক্ষ্যে একীভূতকরণের পদক্ষেপ নিতে যাচ্ছে এই দুই শীর্ষ প্রতিষ্ঠান।

জাপানি সংবাদমাধ্যম টিবিএসের বরাত দিয়ে রয়টার্স জানায়, ২০২৫ সালের জুনের মধ্যে আলোচনা চূড়ান্ত করতে চায় হোন্ডা ও নিশান।

হোন্ডা অ্যাকর্ড ও নিশান অল্টিমা গাড়ি। কোলাজ ছবি: সংগৃহীত
হোন্ডা অ্যাকর্ড ও নিশান অল্টিমা গাড়ি। কোলাজ ছবি: সংগৃহীত

আলোচনা সফল হলে ২০২৬ সালের আগস্টে তারা উভয়ই বেসরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এবং একটি যৌথ হোল্ডিং কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে।

হোন্ডা, নিশান ও মিতসুবিশি মটরস একীভূত হলে এটি টয়োটা ও ভক্সওয়াগনের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হয়ে উঠবে।

সে ক্ষেত্রে, ২০২১ সালে স্টেলান্টিস গঠনের পর অটোমোবাইল শিল্পে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হবে এটি।

Comments

The Daily Star  | English

Grim discovery: Five bodies found on vessel in Meghna, 2 more die later

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

2h ago