ক্যাটেল এক্সপোতে কাংকারাজ গরু দেখতে ভিড়

ক্যাটেল এক্সপোতে কাংকারাজ গরু দেখতে ভিড়
ক্যাটেল এক্সপোতে কাংকারাজ গরু দেখতে ভিড়। ছবি: স্টার

লম্বা ২টি শিং, তবে মুখটা স্বাভাবিকের চেয়ে ছোট, গরুটি গায়ের রং কালো-সাদা। সেটির সামনে গিয়ে কেউ সেলফি তুলছেন, কেউ পাশে দাঁড়িয়ে নিচ্ছেন ছবি।

আজ শুক্রবার চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামে ক্যাটেল এক্সপোতে গিয়ে গরুটি ঘিরে জটলা দেখা যায়। ভিড় হওয়ারই কথা, কারণ গরুটি দেখতে কিছুটা ভিন্ন।

এনবি অ্যাগ্রো নামে একটি প্রতিষ্ঠান গরুটি প্রদর্শনীর জন্য এনেছে।

গরুটি দেখছিলেন সাজ্জাদ নামের এক তরুণ। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি এই ধরনের গরু আগে কখনো দেখিনি। গরুটি দেখতে একদম ভিন্ন।'

গরুর মালিক সাজ্জাদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'গরুটি কাংকারাজ প্রজাতির। এটা ভারতের গুজরাটি এলাকার গরু। সেখানে প্রজাতিটি বেশ জনপ্রিয়। আমি ৩ বছর ধরে গরুটি লালন-পালন করছি।'

তিনি বলেন, 'গরুটির ৪ দাঁত, ওজন ৬০০ কেজি। এটার দাম ১২ লাখ টাকা।'

চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় সাজ্জাদের খামার। তার প্রতিষ্ঠানে বর্তমানে ৬০টি গরু রয়েছে।

গরুটি পরিচর্যা করেন খামারটির কর্মচারী বাবু সরকার। তিনি বলেন, 'মিক্স দানাদার, ঘাস হচ্ছে এই গরুর প্রধান খাদ্য। পাশাপাশি আপেল, গাজরসহ বিভিন্ন ফলমূল দেই খেতে।'

দ্বিতীয়বারের মতো এবার অনুষ্ঠিত হচ্ছে এই ক্যাটেল এক্সপো। এবার শতাধিক গরু এসেছে এ মেলায়।

Comments

The Daily Star  | English

1,500 dead, nearly 20,000 injured in July uprising: Yunus

He announced plans to demand the extradition of deposed dictator Sheikh Hasina from India

1h ago