শাহ আমানতে বোর্ডিং ব্রিজ বিকল, হেঁটে ফ্লাইটে ওঠা-নামা করছেন যাত্রীরা 

পায়ে হেঁটে টার্মিনাল থেকে বিমানে উঠছেন যাত্রীরা। ছবি: মো. নজরুল ইসলাম/স্টার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি বোর্ডিং ব্রিজের একটি বিকল হয়ে পড়েছে। আন্তর্জাতিক রুটের যাত্রীদের তীব্র গরমের মধ্যে পায়ে হেঁটে টার্মিনাল থেকে বিমানে উঠতে ও নামতে হচ্ছে। 

বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে, আন্তর্জাতিক অ্যারাইভাল ৪ নম্বর গেটের বোর্ডিং ব্রিজটি গত চারদিন ধরে অচল। এর ফলে কাছাকাছি সময়ে দুটি বড় ফ্লাইট অবতরণ করলে একটির যাত্রীরা ব্রিজ ব্যবহারের সুযোগ পেলেও অন্য ফ্লাইটের যাত্রীদের পায়ে হেঁটেই লাউঞ্জে প্রবেশ করতে হচ্ছে।

আগামী ১৭ জুন থেকে এই বিমানবন্দরে হজের ফিরতি ফ্লাইট আসা শুরু হবে। তখন যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সৌদি আরবের মদিনা থেকে ফেরা বাংলাদেশ বিমানের এক যাত্রী নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিমানবন্দরটি শুধু নামেই আন্তর্জাতিক। দীর্ঘ ভ্রমণের পর তীব্র রোদের মধ্যে আমাদের পায়ে হেঁটে টার্মিনালে ঢুকতে হচ্ছে, যা বেশ ভোগান্তির।'

বিভিন্ন এয়ারলাইন্সের কর্মকর্তারা জানান, প্রতিদিন ১৪ থেকে ১৮টি আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটের বড় ফ্লাইটগুলোও এই দুটি বোর্ডিং ব্রিজ ব্যবহার করে। একটি ব্রিজ বিকল থাকায় পুরো চাপ অন্যটির ওপর পড়ছে।

এ বিষয়ে বিমানবন্দরের মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বলেন, 'বোর্ডিং ব্রিজ দুটি ২০০১ সালে স্থাপন করা হয়েছিল। এগুলো ২৪ বছর ধরে সেবা দিচ্ছে। মাঝে মাঝে বিকল হলে আবার মেরামত করা হয়।' 

Comments

The Daily Star  | English
NCP will not accept delay in Teesta master plan

Won’t accept any implementation delay: Nahid

National Citizen Party Convener Nahid Islam yesterday said his party would not accept any delay or political maneuver over implementing the Teesta master plan.

47m ago