বৈরী আবহাওয়া: ঢাকায় না পেরে চট্টগ্রামে অবতরণ করল ৪ ফ্লাইট

স্টার ডিজিটাল গ্রাফিক্স

গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকায় ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে দেশি-বিদেশি বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারজাহ থেকে ছেড়ে আসা এয়ার আরাবিয়া ফ্লাইট ৫১৪ শনিবার বিকেলে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে বিকেল ৪টা ৩৪ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে কক্সবাজার থেকে ঢাকাগামী এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট ঢাকায় না গিয়ে চট্টগ্রামে ডাইভার্ট করে বিকেল ৪টা ৩২ মিনিটে অবতরণ করে।

রাজশাহী থেকে ছেড়ে আসা ইউএস-বাংলা একটি ফ্লাইট বিকেলে ঢাকায় অবতরণ করার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে সেই ফ্লাইটটি চট্টগ্রামে ডাইভার্ট করায় বিকেল ৪টা ৪৭ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

একই কারণে সৈয়দপুর থেকে ঢাকাগামী ইউএস-বাংলা অপর একটি ফ্লাইট (বিএস-১৮৮) বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল আরও বলেন, ঢাকার আবহাওয়ার উন্নতি হলে ফ্লাইটগুলো চট্টগ্রাম থেকে আবার ঢাকায় ফিরে যাবে।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

13h ago