বিচিত্র দিবস

আজ প্রতিশ্রুতি রাখার দিন

ছবি: সংগৃহীত

আমরা প্রায়ই বলছি, 'আমি এটা করব, প্রতিশ্রুতি দিলাম।' কিংবা প্রিয়জনকে বলি, 'কথা দিলাম তোমাকে ছেড়ে যাব না।' অথবা বন্ধুর কাছ থেকে ধার নিয়ে বলি, 'আগামী সপ্তাহে তোমার টাকা ফেরত দেব।' এগুলো সবই প্রতিশ্রুতি। আর নতুন বছরের প্রথম দিনে এসব প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে আছে 'কমিটমেন্ট ডে' বা 'প্রতিশ্রুতি দিবস'।

হ্যাঁ, ঠিকই পড়েছেন আজ প্রতিশ্রুতি দিবস। প্রতি বছরের ১ জানুয়ারি দিবসটি উদযাপন করা হয়। আসলে এটি এমন একটি শব্দ যা আমাদের সম্পর্কগুলো সুন্দর করে তোলে। তবে, প্রতিশ্রুতি রাখলে মানুষ যেমন খুশি হয়, একইভাবে প্রতিশ্রুতি না রাখলে বিপরীত পাশের মানুষটি কষ্টও পায়। তাই প্রতিশ্রুতি দিলে তা অবশ্যই রাখার চেষ্টা করুন।

যেহেতু আজ প্রতিশ্রুতি দিবস, তাই আপনার সেই বিশেষ ব্যক্তিকে আজ চমকে দিতে পারেন। তাকে দেওয়া প্রতিশ্রুতি পালন করে তাকে বুঝিয়ে দিতে পারেন আপনি তার প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ। আর সে আপনার কাছে কতটা অর্থবহ।

অথবা, দীর্ঘদিনের কোনো বাজে অভ্যাসকে আজ ছেড়ে দিতে পারেন। কারণ, সেই অভ্যাসকে না বলার জন্য আজইতো সেরা সুযোগ। নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হোন, 'ঠিক আছে, আমি আর কখনো এটি করব না।'

প্রতিশ্রুতি দিবস অনেক বছর ধরে চলে আসছে। ১৯৬০ সালে প্রথম প্রতিশ্রুতি দিবস পালন করা হয়। তাও আবার ইংরেজি নববর্ষের রেজোলিউশন হিসেবে। সেই থেকে এখনো দিবসটি উদযাপন করা হচ্ছে। আর এই দিবসটির অন্যতম উদ্দেশ্য ছিল মানুষকে নতুন বছরে তার পুরনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেওয়া।

দিবসটি উদযাপনের সেরা উপায় হলো, অন্যকে দেওয়া প্রতিশ্রুতি আজ রক্ষা করুন। যেমন- যে বাজে অভ্যাস ছেড়ে দিতে চেয়েছিলেন, আজা থেকে আবার চেষ্টা করুন। কিংবা আজ প্রিয় মানুষটিকে দেওয়া কথা রাখুন। অথবা বন্ধুর কাছ থেকে ধার নেওয়া টাকা আজ ফেরত দিন।

Comments

The Daily Star  | English

White paper on economy to be submitted on Sunday: Debapriya

The outcomes of the white paper will also be shared with the media on Monday

1h ago