আলসেমি উদযাপনের দিন আজ

আলসেমি উদযাপনের দিন আজ
ছবি: সংগৃহীত

সাধারণত অলস মানুষদের আমরা পছন্দ করি না। উঠতে-বসতে নানা রকম সমালোচনার মুখে পড়তে হয় তাদের। কিন্তু, জানেন কী অলসতা উদযাপনের জন্য একটি দিবস আছে?

প্রতি বছর ১০ আগস্ট যুক্তরাষ্ট্রে অলস দিবস উদযাপন করা হয়।

আজ আলসেমি উদযাপনের সেই দিন। অলসতার জন্য যাদের এতদিন কটু কথা শুনতে হয়েছে—তারা আজ নিজের আলসেমিকে উদযাপন করতে পারেন।

আজ সোফা থেকে না উঠেই দিবসটি উদযাপন করতে পারেন, কিংবা সারাদিন ঘুমিয়ে, শুয়ে-বসে কাটিয়ে দিতে পারেন।

সবাই জানি, অলসতা একটি খারাপ অভ্যাস। কিন্তু, অলসতার কিছু ভালো দিকও থাকতে পারে। যেমন: অলস ব্যক্তি দীর্ঘ সময় বিশ্রাম নিতে পারেন, তিনি পর্যাপ্ত ঘুমাতে পারেন। আর পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের ফলে মানসিক চাপ কমে, কাজে মনোযোগী হওয়া যায় ও স্মৃতিশক্তি উন্নত হয়। কিন্তু, পর্যাপ্ত ঘুম না হলে উদ্বেগ, হতাশা, দুর্বলতা বাড়ে। তাই অলসতা কিন্তু কখনো কখনো ভালোও হতে পারে।

হয়তো কাজের চাপ থেকে একটি দিন দূরে থাকতেই অলস দিবসটির প্রচলন হয়েছিল। বিষয়টি নিয়ে ধারণা করতে হচ্ছে, কারণ অলস দিবসের প্রতিষ্ঠাতা কারা বা কাদের উদ্যোগে এই দিবসটি শুরু হয়েছিল, সে সম্পর্কে জানা যায়নি। হয়তো তারা এতটাই অলস ছিলেন যে দিবসটির রেকর্ড রাখতেও আলসেমি করেছিলেন।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago