রন সিকদার ও স্বজনদের অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের
আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালত আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এই নির্দেশ দেন হাইকোর্ট।
একইসঙ্গে অর্থপাচারের অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী হাসান মাহমুদ আব্দুল্লাহর জনস্বার্থ মামলা হিসেবে দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ ও রুল জারি করেন।
রিট আবেদনকারীর আইনজীবী মো. মুনসুরুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে- সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার ও তার পরিবারের সদস্যরা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে ব্যালেন্স সীমার চেয়ে ১১৬ কোটি টাকা ব্যয় করেছেন।
তিনি বলেন, তাদের ব্যালেন্স সীমার বাইরে অর্থ ব্যয় করা অর্থপাচারের একটি অপরাধ, যা অনুসন্ধান করা দরকার।
Comments