সালমান এফ রহমান ও পরিবারের ২৫০ কোটি টাকার সম্পদ জব্দ

সালমান এফ রহমানের বার্ষিক আয়
সালমান এফ রহমান। ফাইল ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ২৫০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে ফৌজদারি তদন্ত বিভাগের (সিআইডি) আর্থিক অপরাধ ইউনিট।

আজ বৃহস্পতিবার সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সালমান এফ রহমান ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ২১টি এলসির মাধ্যমে তার ছেলের দুবাইভিত্তিক কোম্পানি আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডইতে ২ কোটি ৬০ লাখ ১৪ হাজার ৯৮৪ ডলার মূল্যের পণ্য রপ্তানি করে অর্থপাচার করেছেন।

সালমানের বিরুদ্ধে অর্থপাচারের একটি মামলা তদন্তাধীন উল্লেখ করে সিআইডি বলছে, 'মামলার এফআইআরে অভিযুক্তদের সহযোগিতায় তারা অসৎ উদ্দেশে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে অর্থপাচার করেছেন।'

সিআইডি জানায়, আদালতের নির্দেশে সালমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন ঢাকার দোহারে প্রায় ২ হাজার শতাংশ জমি এবং জমিতে নির্মিত স্থাপনা, গুলশান-২ এ ৬ হাজার ১৮৯ বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ রোডের ৩১ নম্বর প্লটের একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় ২ হাজার ৭১৩ বর্গফুটের আরেকটি ডুপ্লেক্স ফ্ল্যাট জব্দ করা।'

এই সম্পদের বর্তমান বাজার মূল্য ২৫০ কোটি টাকা বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, সিআইডির আর্থিক অপরাধ ইউনিট সালমান এফ রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন দেশে ৮৩ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ১৭টি মামলা দায়ের করেছে।

 

Comments

The Daily Star  | English

4 hurt in RU clashes

The confrontations took place in four separate incidents, spanning from last night and today

1h ago