পাচার হওয়া অর্থ উদ্ধারে বিদেশি আইনজীবী নিয়োগ করবে সরকার

ছবি: বাসস

বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে বিদেশি আইনজীবী নিয়োগ করবে অন্তর্বর্তী সরকার। বড় অঙ্কের তহবিল উদ্ধারে তাদের কমিশন দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শনিবার সেন্টার ফর নন-রেসিডেন্ট বাংলাদেশি আয়োজিত 'ব্র্যান্ডিং বাংলাদেশ' কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এমএস শেকিল চৌধুরী এবং প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আহসান এইচ. মনসুর আরও বলেন, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আমরা বিদেশি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি। এ জন্য আমাদের বৈশ্বিক আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চট্টগ্রামভিত্তিক একটি প্রতিষ্ঠানের ২০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থ পাচার দেশের ইতিহাসে একটি বড় ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমরা এই তহবিল পুনরুদ্ধারের জন্য এফবিআইসহ আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। ইতোমধ্যে বিদেশি সংস্থাগুলো সহায়তা করার জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছে।

ব্যাংকিং খাতে সাম্প্রতিক উন্নতির কথা তুলে ধরে তিনি বলেন, গত ছয় মাসে রেমিট্যান্স প্রবাহ গড়ে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ তিন বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে রপ্তানি হয়েছে দুই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার।

ড. মনসুর উল্লেখ করেন, পূর্বে দুবাই থেকেও তহবিল পাচার করা হতো। এখন স্বচ্ছতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা এই ধরনের অর্থপাচারের ঘটনা উল্লেখযোগ্য হারে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি।

ব্যাংকিং চ্যানেলে সরাসরি রেমিট্যান্স পাঠানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, বর্তমানে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর জন্য প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে রেমিট্যান্সের স্থিতিশীল প্রবৃদ্ধি নিশ্চিত করতে আমাদেরকে আমলাতান্ত্রিক বাধাগুলো কমাতে হবে।

এই বাধার কারণে অনেক সময় সৌদি আরব থেকে তহবিল প্রায় সময়ই দুবাই হয়ে বাংলাদেশে পৌঁছায়, যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Cyber Security Ordinance to be announced this week: law adviser

Nine sections have been scrapped from the Cyber Security Act 2023, he says

1h ago