২০ বছর পর মঞ্চ নাটকে শাহনাজ খুশি
জনপ্রিয় অভিনয়শিল্পী শাহনাজ খুশির অভিনয়ে পথচলা শুরু মঞ্চ নাটক দিয়ে। আরণ্যক নাট্যদলে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন। প্রাচ্যনাটের হয়ে সবশেষ ২০ বছর আগে মঞ্চে উঠেছিলেন তিনি। প্রাচ্যনাটের সার্কাস সার্কাস ছিল তার সবশেষ অভিনীত মঞ্চ নাটক।
এরপর অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন শাহনাজ খুশি। শুধু ব্যাপক জনপ্রিয়তাই অর্জন করেননি, এখনো অভিনয়ে সরব তিনি। তবে মঞ্চে সময় দেওয়া হয়নি।
দীর্ঘ ২০ বছর পর নীল দর্পণ নাটক দিয়ে মঞ্চে ফিরছেন শাহনাজ খুশি। নীল দর্পণ নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি।
কলকাতার তপন থিয়েটারে আগামী ৭ ডিসেম্বর নাটকটির মঞ্চায়ন হবে। এ নাটকে অভিনয়ের জন্য তিনি আজ সোমবার কলকাতা গিয়েছেন।
শাহনাজ খুশি দ্য ডেইলি স্টারকে বলেন, '২০ বছর পর মঞ্চ নাটকে অভিনয় করতে যাচ্ছি। এটা সত্যিই আনন্দের ও ভালো লাগার বিষয়।'
বাংলা নাটকের ১৫০ বছর পূর্তি উপলক্ষে নীল দর্পণ নাটকের নির্দেশনা দিচ্ছেন মামুনুর রশীদ। নাটকটি প্রযোজনা করছে বাংলা থিয়েটার।
Comments