রৌমারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

roumari_border.jpg
রৌমারী উপজেলার ধর্মপুর সীমান্ত | ছবি: এস দিলীপ রায়/স্টার

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার দুপুরে দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খালেকুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রাত ১০টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৭ এর কাছে ভারত ভূ-খণ্ড থেকে রবিন সরকার (২১) নামে ওই যুবককে বিএসএফ আটক করে।

রবিন দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামের আব্দুল হাই মন্টুর ছেলে।

বিজিবি সূত্র জানিয়েছে, রবিন গরু চোরাকারবারিতে জড়িত। তিনি গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সে সময় ভারতের কুকুরমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে।

খালেকুর রহমান আরও জানান, বিএসএফ চিঠি দিয়ে জানালে বিজিবির পক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার ফারুক হোসন দ্য ডেইলি স্টারকে বলেন, আমি যতটুকু শুনেছি, ২ আসামি আদালতে হাজিরা দেয়। আদালত থেকে বের হওয়ায় সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের চোখে জঙ্গিরা এক ধরনের স্প্রে করে। পুলিশ সদস্যরা চোখ কচলে যখন তাকায় তখন দেখতে পায় আসামিরা মোটরসাইকেলে পালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ট্রাফিক বিভাগ, গোয়েন্দা শাখা, মহানগরের প্রতিটি থানাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে ঢাকার ১৬টি প্রবেশ ও বহির্গমন পথে তল্লাশি চৌকি বসানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Mohakhali blockade halts Dhaka's rail link

Students of Titumir College waged protest to press home their demand for upgradation of their institution as a university

43m ago