চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক, কৃষকরা জমিতে কাজ করছেন: বিজিবি

গতকাল গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আজ রোববার কোনো উত্তেজনা দেখা যায়নি এবং কৃষকরা তাদের জমিতে স্বাভাবিক কাজকর্ম করছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বাংলাদেশের ভেতরে গাছের ডাল কাটা নিয়ে গতকাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে উত্তেজনার তৈরি হয়।

সেখানকার আজকের পরিস্থিতি জানতে চাইলে ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া টেলিফোনে দ্য ডেইলি স্টারকে বলেন, 'সীমান্তে উত্তেজনা নেই। কৃষিকাজের সঙ্গে জড়িত স্থানীয়রা সীমান্তে গিয়ে তাদের কাজকর্ম করছেন।'

তিনি আরও বলেন, 'আমরা অন্যান্য দিনের মতোই নিয়মিত টহল দিচ্ছি এবং বিএসএফও তাদের নিয়মিত টহল দায়িত্ব পালন করছে।'

'কৃষকদের মাঠে যেতে কোনো সমস্যা নেই। তারা খেতে যাচ্ছেন, কৃষিকাজ করছে। কোনো সমস্যা হচ্ছে না,' যোগ করেন বিজিবির এই কর্মকর্তা।

তবে যাদের সীমান্তে কোনো কাজ নেই তাদের সীমান্তে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানান তিনি।

বিজিবি কমান্ডার কিবরিয়া বলেন, 'অনেকে সীমান্তের পরিস্থিতি দেখতে এবং সেলফি তুলতে যাচ্ছেন। এগুলো ক্ষতিকর। যেমন, অনেকে ফসলের ক্ষতি করেন, মানুষ সরিষা খেতে গিয়ে ফসল নষ্ট করছেন। কৃষকরাও এ বিষয়ে অভিযোগ করছেন।'

Comments

The Daily Star  | English

Bangladesh-US tariff talks underway in Washington

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

6h ago