পঞ্চগড় সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পঞ্চগড় সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কিশোর আবু রায়হান ইসলাম ওয়াসিমকে (১৭) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের ৭৪৬ নম্বর মেইন পিলার এলাকায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেয় বিএসএফ।
রায়হান সেনপাড়া এলাকার কৃষক রেজাউল করিমের ছেলে।
গতকাল বিকেল সোয়া ৩টার দিকে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের টোকাপাড়া সীমান্তে ৭৪৬ নম্বর মেইন পিলার এলাকায় বাড়ির অদূরে সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।
খবর পেয়ে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যটালিয়নের টোকাপাড়া বিওপির সদস্যরা তাকে ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানায়।
আজ সকালে কিশোর আবু রায়হানকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যটালিয়নের আওতাধীন টোকাপাড়া বিওপির কমান্ডার শফিকুল ইসলাম ওই কিশোরকে ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া কিশোর রায়হানকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Comments