নাইক্ষ্যংছড়ি-রামু থেকে চোরাকারবারের ৯৫ গরু আটক

সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত আটক করা ৯৫টি গরু। ছবি: সংগৃহীত

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা ও কক্সবাজারের রামুর সীমান্ত ব্যবহার করে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা ৯৫টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে টাস্কফোর্স অভিযানে এসব গরু জব্দ করা হয়।

কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রামু উপজেলার কচ্ছপিয় ইউনিয়ন ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে এসব গরু আটক করা হয়।

আজ মঙ্গলবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বিজিবি নাইক্ষ্যংছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল মো. রেজাউল করিম জানান, টাস্কফোর্স অভিযানে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজিরপাড়া, মৌলভীকাটা, বালুবাসা, ছোট জামছড়ি এবং বড় জামছড়ি এলাকা থেকে ৮০টি গরু আটক করা হয়।

এছাড়া নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির চাকঢালা বিওপির অভিযানে আরও ১৫টি গরু আটক করা হয়।

লে. কর্নেল মো. রেজাউল করিম জানান, 'এসব গরু বিভিন্ন সময় নাইক্ষ্যংছড়ির পাহাড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল।'

বিজিবি জানায়, চলতি বছরের জানুযারি থেকে এ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন গবাদি পশুর নিলাম করে প্রায় ১৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করেছে। 

Comments

The Daily Star  | English

Trump says Iran and Israel agree to a ceasefire

Senior Iranian official confirms to Reuters Tehran agreeing to Qatar mediated, US-proposed ceasefire with Israel

1d ago