ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় থাকছেন না ইভাঙ্কা

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় থাকছেন না ইভাঙ্কা
ইভাঙ্কা ট্রাম্প। ছবি: রয়টার্স

আগামী ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই নির্বাচনী প্রচারণায় থাকছেন না ট্র্যাম্পকন্যা ইভাঙ্কা।

গার্ডিয়ান জানায়, এক বিবৃতিতে রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

বিবৃতিতে তিনি বলেন, 'আমার সন্তান এবং পরিবার নিয়ে আমার একটি ব্যক্তিগত জীবন আছে। আমি সেটিকে অগ্রাধিকার দিতে চাই।'

'যদিও আমি রাজনৈতিক অঙ্গনের বাইরে থেকে সবসময় আমার বাবাকে ভালবাসবো এবং সমর্থন করবো। আমেরিকান জনগণের সেবা করার সম্মান পেয়ে আমি কৃতজ্ঞ এবং আমাদের প্রশাসনের অর্জনের জন্য সবসময় গর্বিত,' বলেন তিনি।

গতকাল মঙ্গলবার রাতে ফ্লোরিডার পাম বিচের বিলাসবহুল বাড়ি মার-আ-লাগো থেকে ট্রাম্প প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দেন। এসময় তার স্ত্রী মেলানিয়া, ছেলে এরিকসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এমনকি ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন। কিন্তু ইভাঙ্কা ছিলেন না।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হওয়ার পর তারা সপরিবারে ফ্লোরিডায় চলে যান।

Comments

The Daily Star  | English

Israel commits to new Gaza ceasefire talks

Israel said it was sending a team to negotiate the next phase in its fragile ceasefire with Hamas, signalling possible progress ahead of Prime Minister Benjamin Netanyahu's meeting with US President Donald Trump

28m ago