যেসব লক্ষ্য পূরণের পর যুদ্ধবিরতিতে রাজি হলেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: এএফপি (২০ জুন, ২০২৫)
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: এএফপি (২০ জুন, ২০২৫)

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইরানে পরিচালিত সামরিক অভিযানের সব লক্ষ্য ইতোমধ্যে পূরণ হয়েছে। এ কারণেই মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছেন তিনি।

আজ মঙ্গলবার এসব লক্ষ্য কী ছিল, তা সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

গতকাল রাতে নেতানিয়াহু তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন। এ সময় প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানও উপস্থিত ছিলেন। তিনি জানান, '(ইরানের বিরুদ্ধে পরিচালিত) অপারেশন রাইজিং লায়ন প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে এবং সব লক্ষ্য পূরণ করেছে।'

মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু এই অভিযানে কোন কোন লক্ষ্য পূরণ হয়েছে, তার বিস্তারিত জানান। নেতানিয়াহুর ওই বক্তব্যের বরাত দিয়ে ইসরায়েল সরকারের আনুষ্ঠানিক এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

যুদ্ধবিরতি নিয়ে এটাই ইসরায়েলের প্রথম আনুষ্ঠানিক বার্তা। এতে নিশ্চিত করা হয়, ইরানে হামলার যেসব লক্ষ্য ছিল, তার সবই পূরণ হয়েছে। দুই সপ্তাহের হামলায় এমন কিছু লক্ষ্য অর্জন হয়েছে, যা প্রত্যাশা ছাড়িয়ে বহুদূর গেছে।

ওই বিবৃতিতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ইসরায়েলের অস্তিত্বের প্রতি 'দ্বৈত হুমকি' হিসেবে অভিহিত করে বলা হয়, উভয় হুমকিই দূর হয়েছে।

অন্যান্য লক্ষ্যের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর তেহরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া অ্যাম্বুলেন্স দেখছেন এক ইরানি নারী। ছবি: এএফপি/ ২৩ জুন ২০২৫
ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া অ্যাম্বুলেন্স দেখছেন এক ইরানি নারী। ছবি: এএফপি/ ২৩ জুন ২০২৫

পাশাপাশি, ইরানের সামরিক নেতৃত্বের বড় ও অপূরণীয় ক্ষতি এবং ইরান সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে হত্যার বিষয়টি নিয়েও বিবৃতিতে সন্তোষ প্রকাশ করে ইসরায়েল।

বিবৃতির শেষে বলা হয়, সামরিক অভিযানের লক্ষ্য পূরণ হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ইসরায়েল দ্বিপাক্ষিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

'সুরক্ষা সহায়তা দেওয়া ও ইরানের পারমাণবিক হুমকি দূর করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায় ইসরায়েল। যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন হলে "সর্বশক্তি দিয়ে" পাল্টা জবাব ইসরায়েল।'

সব মিলিয়ে ইরানে 'অসামান্য সাফল্য' পাওয়ার কারণে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েল।

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

Strategies we can employ in tariff talks with the US

We must realise that the US has started the tariff war with a political agenda.

5h ago