সিম বিক্রিতে নিষেধাজ্ঞা গ্রাহকের স্বাধীনতার পরিপন্থী: গ্রামীণফোন
সিম বিক্রির ওপর বিটিআরসির নিষেধাজ্ঞা ডিজিটাল দেশ গড়ার পথে বাধা এবং গ্রাহকের পছন্দের স্বাধীনতার নীতির পরিপন্থী বলে মন্তব্য করেছে গ্রামীণফোন।
আজ রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেছে দেশের এই শীর্ষ টেলিকম অপারেটর।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রামীণফোনকে পুরোনো সিম (৪৫০ দিনের বেশি সময় ধরে অব্যবহৃত) বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে।
এ নির্দেশের প্রতিক্রিয়ায় দেওয়া বিবৃতিতে গ্রামীণফোন জানায়, বিটিআরসি দ্বিতীয়বারের মতো তাদের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। গ্রাহক চাহিদার কারণে আগের অনুমোদিত নম্বরের সিম বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এ অনুমতি আবার প্রত্যাহারও করে নিলো নিয়ন্ত্রক সংস্থা।
গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার বলেন, 'গ্রাহকদের পক্ষ থেকে কোম্পানি এই সিদ্ধান্তের জন্য গভীর দুঃখ প্রকাশ করছে এবং আমরা বিশ্বাস করি যে এটি ডিজিটাল দেশ গড়ার পথে বাধা এবং গ্রাহকের পছন্দের স্বাধীনতার নীতির পরিপন্থী।'
এর আগে চলতি বছরের ৩০ জুন মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থতার জন্য গ্রামীণফোনকে নতুন সিম কার্ড বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছিল বিটিআরসি।
তবে, সেপ্টেম্বরের মাঝামাঝিতে গ্রামীণফোনের অব্যবহৃত পুরোনো নম্বরগুলো বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছিল।
কিন্তু আজ আবার বিটিআরসি ওই সিদ্ধান্ত প্রত্যাহার করল এবং পুরোনো সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
Comments