গ্রামীণফোনের সিম বিক্রিতে বিটিআরসির নিষেধাজ্ঞা

মানসম্পন্ন সেবা দিতে ব্যর্থ হওয়ায় দেশের শীর্ষ মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনকে নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রামীণফোনকে নতুন কোনো সিম বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় বিটিআরসির ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমরা ইতোমধ্যেই গ্রামীনফোনকে সিম বিক্রি না করার নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠিয়েছি।'

তিনি আরও বলেন, 'গ্রামীনফোন সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের ইন্টারনেট ও ভয়েস কলের সেবা মানসম্পন্ন নয়। গ্রাহকরা কল ড্রপ এবং কথা ভেঙে ভেঙে আসার অভিযোগ করছেন।'

Comments