৯ মাসে গ্রামীণফোনের মুনাফা ২ হাজার ৭২০ কোটি টাকা

গ্রামীণফোনের আর্থিক বিবরণীতে বলা হয়েছে, তিন প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ১৫ পয়সা। এটি ২০২২ সালের একই সময়ে ছিল ১৯ টাকা ৫৪ পয়সা।
গ্রামীণফোন

চলতি বছরের প্রথম নয় মাসে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের মুনাফা তিন দশমিক ১২ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৭২০ কোটি ৬৩ লাখ টাকা।

গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২ হাজার ৬৩৮ কোটি টাকা।

গ্রামীণফোনের আর্থিক বিবরণীতে বলা হয়েছে, তিন প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ১৫ পয়সা। এটি ২০২২ সালের একই সময়ে ছিল ১৯ টাকা ৫৪ পয়সা।

তবে তৃতীয় প্রান্তিকে মোবাইল ফোন অপারেটরটির মুনাফা কমেছে দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ১৫ লাখ টাকা। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৬৮ শতাংশ কম।

ফলে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গ্রামীণফোনের ইপিএস কমে হয়েছে পাঁচ টাকা ৫৩ পয়সা। এটি আগের বছরের একই প্রান্তিকে ছিল ছয় টাকা ৭২ পয়সা।

রাজস্ব আয়, কভারেজ ও গ্রাহক সংখ্যার দিক থেকে গত জুন শেষে গ্রামীণফোনের ভয়েস গ্রাহক সংখ্যা ছিল আট কোটি ১৩ লাখ ও ডাটা গ্রাহক ছিল চার কোটি ৬১ লাখ।

Comments