কেয়ার মেডিকেল কলেজের অনুমোদন বাতিল
কেয়ার মেডিকেল কলেজের সব অনুমোদন বাতিল করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আজ বুধবার এই অনুমোদন বাতিলের কথা জানিয়েছে।
ঢাকার মোহাম্মদপুরে ইকবাল রোডে অবস্থিত মেডিকেল কলেজটির অনুমোদন বাতিলের কারণ সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, একাডেমিক মান সম্পর্কে বিধিমালার শর্ত পূরণ করতে না পারায় অনুমোদন বাতিল করা হয়েছে।
গত ২৩ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মেডিকেল কলেজটির অনুমোদন বাতিলের সিদ্ধান্ত হয়।
Comments