ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬০
![](https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2024/09/07/dengue_7sep24.jpg)
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬০ রোগী।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২১৪ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন মোট ৪২ হাজার ৪৭০ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং একজন ঢাকা উত্তর সিটির ও একজন ময়মনসিংহ বিভাগের।
বর্তমানে সারাদেশে ৩ হাজার ৬১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে ১ হাজার ৭৫৭ জন ঢাকার বাইরে।
Comments