জেলা-উপজেলার ডেঙ্গু রোগীদের ঢাকায় পাঠাবেন না: স্বাস্থ্য অধিদপ্তর
দেশের বিভিন্ন জেলা থেকে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় না পাঠাতে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার দেশের সব সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে এক অনলাইন সভায় এ নির্দেশনা দেওয়া হয়।
এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক আহমেদুল কবির বলেন, 'উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। গুরুতর রোগীদের চিকিৎসা স্থানীয় হাসপাতালে নিশ্চিত করার বিষয়ে আমরা কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছি।'
'ডেঙ্গু আক্রান্ত গুরুতর রোগীদের ঢাকায় নিয়ে সময় নষ্ট করা অর্থহীন। এতে রোগীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে,' বলেন তিনি।
দেশে স্যালাইনের অভাব নেই উল্লেখ করে ডা. আহমেদুল কবির আরও বলেন, 'কিছু অসাধু লোক সংকট তৈরির চেষ্টা করছে। আমরা সিভিল সার্জনদের নির্দেশ দিয়েছি যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।'
আইসিইউতে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণার বিষয়ে তিনি বলেন, 'অনেক বেসরকারি হাসপাতাল আর্থিক লাভের জন্য রোগীদের সঙ্গে প্রতারণা করছে। আমরা স্বাস্থ্য কর্মকর্তাদের আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় নিয়ে জরিমানা, গ্রেপ্তারসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।'
Comments