গরু চুরি মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার

বাবলী আক্তার। ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে কয়েকটি এলাকায় গরু চুরি মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আজ বুধবার ভোররাতে তাকে সাভার পৌর এলাকার নয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধামরাইয়ে বিভিন্ন সময় কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছে এবং মামলা হয়েছে। এসব মামলা তদন্ত করতে গিয়ে জানা যায়, বাবলী আক্তার চুরি যাওয়া গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করতেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।'

এ বিষয়ে বিস্তারিত জানতে এসআই আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন ওসি।

এসআই আশরাফুল ইসলামের দ্য ডেইলি স্টারকে বলেন, 'গরু চুরি মামলায় এর আগে আমরা ২ জনকে গ্রেপ্তার করি। তাদেরকে জিজ্ঞাসাবাদে বাবলী আক্তারের সংশ্লিষ্টতা বিষয়ে জানা যায় এবং তাকে গ্রেপ্তার করা হয়।'

তিনি জানান, বাবলী আক্তার নয়াবাড়ি এলাকার বাদশা মিয়ার মেয়ে।

বাবলী সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম নিশ্চিত করেছেন, বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক।

গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'আমি বিষয়টি জানি না। তবে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

14m ago