সাভারে ঝুট ব্যবসা নিয়ে গুলি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

ঢাকার সাভারে একটি কার্টন কারখানায় ঝুট ব্যবসা নিয়ে গুলির ঘটনায় জিয়া দেওয়ান নামে একজনকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
পুলিশ বলছে, জিয়া একজন চিহ্নিত সন্ত্রাসী।
আজ রোববার সকালে সাভার ডিবি পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।
তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে জিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার জিরাবো এলাকায় তার বাড়ির পাশের কবরস্থান থেকে পলিথিনে মোড়ানো যুক্তরাষ্ট্রে তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।
শাহীনুর কবির আরও জানান, গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় কার্টন কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে জিয়া এবং মামুন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় জিয়া নিজের আধিপত্য জানান দিতে পিস্তল বের করে দুই রাউন্ড ফাঁকা গুলি করেন। এরপর পুলিশ জিয়াকে গ্রেপ্তারের অভিযান শুরু করে।
জিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়েরের পর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
স্থানীয়দের অভিযোগ, জিয়া ও মামুন স্থানীয় বিএনপির কর্মী। জিয়া সাভার বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর চাচাতো ভাই।
পিস্তলসহ জিয়াকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন বাবুর ব্যক্তিগত সহকারী শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'জিয়া দেওয়ানকে আমি চিনি না। সে কার চাচাতো ভাই তা-ও জানি না। পিস্তলসহ গ্রেপ্তার হলে তার পরিচয় সন্ত্রাসী।'
Comments