উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন-সন্ত্রাসী গোলাগুলি, শিশু নিহত

রহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে আর্মড পুলিশের (এপিবিএন) গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক শিশু নিহত এবং ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ আহত হয়েছেন।

আজ মঙ্গলবার ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ-৫২ তে এ ঘটনা ঘটে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আমির জাফর দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

নিহত তাসদিয়া আক্তার (১১) উখিয়ার ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ-৫২ এর মো. ইয়াছিনের মেয়ে।

আহত গৃহবধূর একই ক্যাম্পের মোহাম্মদ নুরের স্ত্রী দিল আয়াছ (১৮) ।

Comments

The Daily Star  | English

Bangladesh opposes‘push-in’, seeks diplomatic solution with India: Home adviser

"India has been urged not to conduct push-ins but to follow established protocols"

6m ago