ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি

ছবি: গুগল ম্যাপ থেকে নেওয়া

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নতুন ইপিজেড সংলগ্ন এলাকার 'প্রুডেন্ট ফ্যাশন এলটিডি' পোশাক কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে দুই গ্রুপের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

আটকরা হলেন—মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মো. পলাশ (৩৩), ময়মনসিংহ জেলার আবু বকর সিদ্দিক (৪৭), চাঁদপুর জেলা সদরের আলম খন্দকার (৩৯), রংপুর জেলার মুক্তার হোসেন (৩৩), নওগাঁ জেলার ইকরামুল হোসেন (২৮) ও ঠাকুরগাঁও জেলা সদরের নুর আলম ইসলাম (২৪)। 

স্থানীয়রা জানায়, বিকেলে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। পরে বাইপাইল বাসস্ট্যান্ড থেকে এক গ্রুপ দেশীয় অস্ত্র রামদা, চাপাতি নিয়ে নতুন ইপিজেড সংলগ্ন কারখানার সামনে অবস্থান নেয়। এ সময় অপরপক্ষ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

ওসি নূর আলম সিদ্দিকী বলেন, 'দেশীয় অস্ত্রসহ দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করে পুলিশ।'

ঘটনার তদন্ত চলছে এবং আটকদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Teacher candidates: Water cannons, batons used to disperse protesters

Despite police action, many protesters gathered near the High Court around 4:35pm

54m ago