সিরাজগঞ্জে শিশু অপহরণ ও হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড
দুই বছরের শিশুকে অপহরণের পর হত্যার দায়ে সিরাজগঞ্জে ১ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
এ সময় আসামির বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ৭ বছর করে কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিরাজগঞ্জ জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত মো. আমির চান (২৮) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাইপুর গ্রামের বাসিন্দা। আজ রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, আমির চান ২০১৮ সালের ১১ আগস্ট প্রতিবেশী আকছেদ আলীর ২ বছর বয়সী ছেলে আব্দুস সালামকে অপহরণ করে শ্বাসরোধ করে হত্যা করে। পরে শিশুর মরদেহ লুকিয়ে রেখে তিনি মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় নিহত শিশুর মা আম্বিয়া খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করে। মামলার তদন্ত শেষে আমির চানকে আসামি করে চার্জশিট দেয় পুলিশ।
অ্যাডভোকেট আব্দুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন।'
Comments