গাজায় শিশু হত্যা অবশ্যই বন্ধ করতে হবে: মাখোঁ

গাজাগাজায় ইসরায়েলি হামলা
অবরুদ্ধ গাজার দক্ষিণে খান ইউনুস এলাকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় নিহতদের মরদেহের স্তূপের ওপর এক ব্যক্তির আহাজারি। ২৪ অক্টোবর ২০২৩। ছবি: রয়টার্স

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন যুদ্ধবিরতিই চলমান হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধের 'একমাত্র সমাধান'।

আজ শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়ে বলেছে—ফরাসি প্রেসিডেন্ট মাখোঁর মতে, যদিও নিজেকে রক্ষা ও গত ৭ অক্টোবরে হামাসের হামলার জবাব দেওয়ার অধিকার ইসরায়েলের আছে তথাপি ইসরায়েলকে যুদ্ধ ও মানবাধিকারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।

তিনি আশা করেন, তার যুদ্ধবিরতির আহ্বানে বিশ্বনেতারা যোগ দেবেন।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার এলিসি প্যালেসে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বিশেষ সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, 'এই দুর্দশা অনুভব করতে পারি। সন্ত্রাসবাদ দূর করার ইচ্ছাও আমরা বুঝি। সন্ত্রাস কতটা ভয়ঙ্কর তা ফ্রান্স জানে। কিন্তু, সাধারণ জনগণের ওপর হামলাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'

এদিকে, মার্কিন প্রশাসন গাজায় যুদ্ধবিরতির আহ্বানকে বারবার আটকে দিচ্ছে। যদিও মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় ত্রাণ সামগ্রী পাঠাতে ও সেখান থেকে বেসামরিক ব্যক্তিদের পালিয়ে যেতে সহায়তা করার চেষ্টা করে যাচ্ছে।

গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় বেসামরিক ব্যক্তিদের হতাহতের ঘটনায় সরাসরি নিন্দা জানিয়েছেন। তিনি মনে করেন, 'ফিলিস্তিনের বেসামরিক মানুষের ক্ষতি কমাতে আরও কিছু করা প্রয়োজন।'

আজ বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাখোঁ সংবাদমাধ্যমটিকে বলেছেন যে ইসরায়েলকে অবশ্যই গাজায় শিশু ও নারীদের হত্যা বন্ধ করতে হবে।

যুদ্ধবিরতি হলে ইসরায়েলের উপকার হবে বলেও মনে করেন মাখোঁ। সাক্ষাৎকারে তিনি ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের অনুরোধ করেন।

Comments

The Daily Star  | English

Police vehicle torched in Gopalganj

The vehicle was set on fire allegedly by activists of the banned Bangladesh Chhatra League (BCL) in Gopalganj's Ulpur area

51m ago