গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানের কনসাল জেনারেল আটক

রাশিয়ার  ভ্লাদিভস্টকের নিযুক্ত জাপানের কনসাল জেনারেল  মতোকি তাতসুনোরি। ছবি: এফএসবি
রাশিয়ার ভ্লাদিভস্টকের নিযুক্ত জাপানের কনসাল জেনারেল মতোকি তাতসুনোরি। ছবি: এফএসবি

প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত রুশ বন্দর নগরী ভ্লাদিভস্টকে জাপানের কনসাল জেনারেলকে আটক করেছে রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থা। গতকাল সোমবার গুপ্তচরবৃত্তির অভিযোগে তাকে রাশিয়া ছেড়ে যেতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কয়েক ঘণ্টা আটকে রাখার পর কনসাল জেনারেল মতোকি তাতসুনোরিকে ছেড়ে দেয় রুশ সংস্থাটি। এই ঘটনায় টোকিওর পক্ষ থেকে 'তীব্র প্রতিবাদ' জানানো হয়েছে বলে জানিয়েছেন জাপানের মন্ত্রিপরিষদের প্রধান সচিব হিরোকাজু মাতসুনো।

গণমাধ্যম ব্রিফিংয়ে তিনি প্রতিশোধমূলক উদ্যোগ নেওয়ার কথাও জানান।

এফএসবি জানিয়েছে, কনসাল মতোকি তাতসুনোরিকে 'অবাঞ্ছিত (পার্সোনা নন গ্রাটা)' ঘোষণা করা হয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতির ওপর পশ্চিমের আরোপ করা বিধিনিষেধের প্রভাব সংক্রান্ত গোপন তথ্য পাওয়ার সময় তাকে 'হাতেনাতে' ধরার দাবি জানিয়েছে সংস্থাটি।

এফএসবি আরও দাবি করেছে, এই গোপন তথ্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের একটি দেশের সঙ্গে রাশিয়ার পারস্পরিক সহযোগিতার সঙ্গে সম্পর্কযুক্ত এবং 'আর্থিক পুরস্কারের' বিনিময়ে তিনি এই তথ্য জোগাড় করেছেন।

ইতোমধ্যে কূটনীতিক চ্যানেলের মাধ্যমে মস্কো, টোকিওর কাছে কনসাল জেনারেলের কার্যক্রমের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো জানান, তাতসুনোরিকে আটক করার সময় ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। তার চোখ ও হাত-পা বেঁধে তাকে আটক করা হয়, যা সুস্পষ্টভাবে 'কূটনীতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন।'

জাপান সরকারের প্রধান মুখপাত্র মাতসুনো হিরোকাজু। ছবি: রয়টার্স
জাপান সরকারের প্রধান মুখপাত্র মাতসুনো হিরোকাজু। ছবি: রয়টার্স

মাতসুনো দাবি করেন, 'আটককৃত কনসাল কোনো অবৈধ কাজ করছিলেন না।'

তিনি আরও জানান, জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে জাপানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে টোকিও 'একই ধরনের উদ্যোগ নেওয়া হবে।' তিনি একইসঙ্গে মস্কোর কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনার দাবি জানান।

মাতসুনো জানান, মতোকি তাতসুনোরির কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই এবং তিনি বুধবারের মধ্যে রাশিয়া ছেড়ে যাবেন।

 

Comments

The Daily Star  | English
Bangladesh garment exports face US tariff hike

Can Bangladesh retain its foothold in US market?

As Bangladesh races against a July 9 deadline to secure a lower tariff regime with the United States, the stakes could not be higher.

16h ago