আশা করি আগামী নির্বাচন আরও ভালো হবে: জাপানের রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জানিয়েছেন, বাংলাদেশের আগামী নির্বাচন আরও ভালো হবে বলে আশা করছেন তিনি।
আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
তিনি আরও জানান, আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে তিনি আশাবাদী।
ইতো নাওকি বলেন, 'নির্বাচন ঘনিয়ে আসছে, আরও এক বছর ৩-৪ মাস বাকি। আমি আশা করি, সরকার, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের প্রচেষ্টায় আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। আমি সত্যিই আশাবাদী যে আগামী সাধারণ নির্বাচন আরও ভালো হবে।'
তিনি জানান, তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন।
ইতো নাওকি আরও বলেন, 'প্রধান নির্বাচন কমিশনার ইভিএম পদ্ধতি সম্পর্কে বলেছেন। এ ছাড়া তিনি বলেছেন, কীভাবে এটি তৈরি করা হয়েছে এবং ১৫০টিরও বেশি নির্বাচনী এলাকায় ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের বিষয়ে। আশা করি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এটি সহায়ক হবে।'
Comments