৮ সপ্তাহের আগাম জামিন পেলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ফরিদপুরে দায়ের করা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি এই মামলায় জাহাঙ্গীর আলমকে ৮ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ মামলায় আগাম জামিন চেয়ে জাহাঙ্গীর আলমের করা আবেদনের ওপর শুনানি শেষে আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

এর আগে জাহাঙ্গীর আলম জামিনের জন্য হাইকোর্ট বেঞ্চে হাজির হন।

জাহাঙ্গীরের আইনজীবী এম কে রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মানবিক বাংলাদেশ নামের একটি সংগঠন আমার মক্কেলকে হয়রানি করার উদ্দেশ্যে মামলাটি দায়ের করেছে।'

তিনি জানান, নওগাঁ, রাজবাড়ীসহ আরও কয়েকটি জেলায় জাহাঙ্গীরের বিরুদ্ধে একই ধরনের মামলা দায়ের করা হয়েছিল, যার সবগুলোতে তিনি জামিন পেয়েছেন।

গত বছরের সেপ্টেম্বরে একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধাকে নিয়ে জাহাঙ্গীর আলমের কিছু অবমাননাকর মন্তেব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে ওই মন্তব্যের জেরে ১৯ নভেম্বর তিনি দল থেকে বহিস্কৃত হন।

আজ জাহাঙ্গীর আলমের জামিন শুনাতিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমরান আহমেদ তার জামিন আবেদনের বিরোধিতা করেন।

 

Comments

The Daily Star  | English

Chief Adviser suggests minimum voter age of 17

"If the majority of the people of the country like the age to be recommended by the Commission, I will accept it"

2h ago